বিউটি। ক্লোজআপ ওয়ানের প্রথম আসরের সেরা শিল্পী। মূলত লালনগীতি নিয়ে আছেন। আজ গাইবেন বাংলাভিশনে ‘মিউজিক ক্লাবে’।

লালনের যে গানটিকে জীবনের দর্শন মানি…
‘আমারে কি রাখবেন গুরু চরণের দাসী’ গানটিকে জীবনের দর্শন মানি। তবে কেবল এই গানটিই নয়, লালন সাঁইয়ের প্রতিটি গানই গুরুত্বপূর্ণ আমার জীবনে।
‘আমি অপার হয়ে বসে আছি’, যা দেখতে চাই…
প্রতিটি মানুষ যেন অন্য মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করে। মানবধর্মকেই সবাই যেন বড় করে দেখে।
‘এ কী আজব কারখানা’, যে জিনিসটি দেখে খুব আজব মনে হয়…
পৃথিবীর সৃষ্টি নিয়ে ভাবলে আজব মনে হয়। খুব বেশি ভাবতেও পারি না বিষয়টি নিয়ে। কোনো কূলকিনারা পাই না এর! মানুষের সৃষ্টিও আজব মনে হয়।
‘ধন্য ধন্য বলি তারে’, যাঁকে ধন্য মানি…
অবশ্যই সৃষ্টিকর্তাকে। তার পরে মা-বাবাকে।
আরশীনগর যেখানে…
আমাদের এই দেহটাই হলো আরশীনগর। আর পড়শী হলো আমাদের প্রাণ বা আত্মা। যা আমাদের ধরার বা দেখার ঊর্ধ্বে।
মৌলিক গান নিয়ে যা ভাবছি…
ইচ্ছে ছিল মৌলিক গানের অ্যালবাম করব। কিন্তু এখন একটা লালনগীতির অ্যালবাম করব বলে ঠিক করেছি। তারপরই মৌলিক গানের অ্যালবাম।
নতুন গানের অ্যালবামের কাজ যত দূর…
মানুষ আমাকে লালনগীতির শিল্পী হিসেবেই চেনেন। তাই ঠিক করেছি, লালন সাঁইয়ের ১০টি প্রায় অপরিচিত গান নিয়ে একটি অ্যালবাম করব। সবকিছু মোটামুটি ঠিক করে ফেলেছি। তবে কদিন বাদেই একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাব, থাকব দুই মাস। এ ছাড়া আমার ফাইনাল পরীক্ষাও সামনে। সব মিলিয়ে অ্যালবামের কাজ একটু পিছিয়ে দিয়েছি।
‘মিউজিক ক্লাবে’ যা গাইব…
লোকজ গান গাইব। এ ছাড়া লালনগীতি তো থাকবেই। চলচ্চিত্রে যেসব গান করেছি, সেখান থেকেও কিছু গাইতে চেষ্টা করব।
এখনকার গান শুনে যা মনে হয়…
অটো টিউনের ফলে সবার কণ্ঠই একই মনে হয়। মিউজিক ভিডিও না দেখলে বোঝাই যায় না কার গান শুনছি!
এখনকার মিউজিক রিয়ালিটি শো নিয়ে আমার ভাবনা…
মিউজিক রিয়ালিটি শো অবশ্যই ভালো উদ্যোগ। এর ফলেই তো আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তবে এখন প্রায় প্রতিটি চ্যানেল থেকে বছরে ৫০-৬০ জন শিল্পী বেরিয়ে আসছেন। এরপর দেখা যায় গ্রাম থেকে আসা একজন তরুণ দিশেহারা হয়ে পড়েন। কী করবেন না-করবেন ঠিক করতে পারেন না। গান না শিখে মঞ্চে গাইতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু রিয়ালিটি শো কর্তৃপক্ষ যদি তাঁদের পর্যবেক্ষণে রাখে, তাহলে সবচেয়ে ভালো হয়। নতুন যাঁরা আসছেন, নিঃসন্দেহে তাঁরা ভালো গাইছেন। সবাই ভালো করুক—এই কামনাই করি।
