জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক কলেজ ছাত্রীর সাথে অপকর্ম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে মসজিদের ইমাম। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানাযায়, মুফতি মাওলানা নূর আলম বকশীগঞ্জ ধানুয়া কামালপুর সরকার বাড়ি মসজিদের পেশ ইমাম। তিনি বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। ওই ইমাম জনৈক কলেজ ছাত্রী আয়েশার সাথে ভাব জমিয়ে অনৈতিক কর্মকান্ড

ঘটানোর জন্য নির্জনের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পথচারিরা আপত্তিকর অবস্থায় দেখে তাদেরকে আটক করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমাম ও ছাত্রীর সাথে বিয়ের রেজিস্ট্রির মাধ্যমে ঘটনার যবণিকার প্রস্তুতি চলছিল। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, তার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
