পটুয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সম্মান জানিয়ে পটুয়াখালীর দশমিনায় হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। গতকাল রাতে উপজেলা বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল দশমিনার চর-বাঁশবাড়িয়া বীজ উৎপাদন খামার প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান বলেন, দশমিনার মতো অজপারাগাঁয়ে এতবড় বীজবর্ধন খামার স্থাপন হবে এবং প্রধানমন্ত্রী আসবেন। তাই হরতালসহ সকল কর্মসূচি শিথিল করেছি দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫৪ জন সিনিয়র নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ ও ১৯শে মার্চ হরতাল আহ্বান করে ১৮ দল।
