ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় শনিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় আকাশ (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আকাশ মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, শনিবার সকালে জেলার শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের নিকটে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান অপর একটি দাঁড়ানো ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের হেলপারসহ তিনজন গুরম্নতর আহত হয়।
আহতদের প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ট্রাকের হেলপার আকাশের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে তার অবস্থা আশংকাজনক হলে মাগুরা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় মাগুরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
