সোহরাব হোসেন চৌধুরী , বিজয় নিউজ ২৪ ডটকম ,কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলায় দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা হিজড়ারা তাদের আপন ঠিকানা খুঁজে পেয়েছে। এই ঠিকানার মধ্যদিয়ে তারা নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছে। ১৯ মার্চ বিকেলে কক্সবাজারস্থ বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র সাংবাদিক ফোরাম-এর এক সভা অনুষ্টিত হয়েছে। ফোরাম-এর সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় সংস্থার পক্ষে সাংবাদিকদের বিসত্মারিত অবহিত করেন- বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র ম্যানেজার মোহাম্মদ আমিনুর রহমান।
সুত্র জানিয়েছে, কক্সবাজার জেলায় ‘বন্ধু সোস্যাল ওয়েলফেরার সোসাইটি’ নামক একটি বেসরকারি সংস্থা কয়েক বছর ধরে হিজড়াদের নিয়ে কাজ করছে। তারা হিজড়াদের নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।

জানা গেছে, কক্সবাজার জেলায় উলেখিত সংস্থার তালিকাভুক্ত ৬৭১ জন হিজড়া রয়েছে। তারমধ্যে কক্সবাজার শহরে ৪৮ জন প্রকৃত হিজড়া আছে। বাদ বাকি গুলো এসএসএম। এদের কক্সবাজার শহরের সিকদার মহলস্থ প্রধান অফিসে সাপ্তাহিক ৩ দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে সোমবার, বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরিশেষে উপস্থিত সকল নেতৃবৃন্দরা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত সকল হিজরাদের নানা ভাবে সহযোগিতার করবেন বলে আশা ব্যাক্ত করেন।
এতে কোরআন তেলাওয়াত ও উপস্থাপনা করেন-যথাক্রমে সংস্থার আউটরীট সুপার ভাইজার মাইন উদ্দিন এবং মোহাম্মদ শাহিন। সভায় মাঠ পর্যায়ের কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন-মাঠ কর্মী জাহাঙ্গীর আলম। সভায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এবং লেখনী কামনা করা হয়। আলোচনা সভায় কক্সবাজারস্থ বিভিন্ন জাতীয় ,স্থানীয় ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
