১৮ দলীয় জোটের ডাকা আগামী সোম ও মঙ্গলবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন বলেন, এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশ চরম সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।
শেখ কবির আরও বলেন, বেশ কিছুদিন ধরে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে আমদানি-রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। চলমান রাজনৈতিক সহিংসতায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় পবিত্র স্থান ও যানবাহনে অগ্নিসংযোগের ফলে দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে যাচ্ছে। এতে দেশের বিমা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতেও হরতালের মতো কর্মসূচি না দেওয়ার ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
