ads

রবিবার , ১৭ মার্চ ২০১৩ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার আগমনকে ঘিরে নোয়াখালীতে সাজ সাজ রব : পৌনে দুই’শ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৩ ১২:৫১ অপরাহ্ণ
শেখ হাসিনার আগমনকে ঘিরে নোয়াখালীতে সাজ সাজ রব : পৌনে দুই’শ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

news_1675বর্তমান মহাজোট সরকারের ক্ষমতার সময়ে প্রথমবারের মতো নোয়াখালী সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ জানুয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গোটা নোয়াখালীতে এখন সাজ সাজ রব। জেলা শহর মাইজদী পরিণত হয়েছে ডিজিটাল ব্যানারের শহরে। জেলাব্যাপী চলছে প্রচার প্রচারণা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জের শাহজাহাদপুরে সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের উদ্বোধন, দুপুরে নোয়াখালী সার্কিট হাউজে অবস্থান এবং বিকালে জেলা শহরের হাউজিং মাঠের জনসভা থেকে পৌনে দুই’শ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
জনসভা সফল করতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির নেতৃত্বে সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। জনসভায় জনসমাগমের টার্গেট নির্ধারণ করা হয়েছে ৫ লাখ মানুষের।
এদিকে রোববার সকালে মাইজদী হাউজিং মাঠে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আগামি দিনে নোয়াখালীর উন্নয়নের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নোয়াখালীর জেলা শহর এবং কোম্পানীগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থাও জোরদার করা হয়েছে।
চারদিকে সাজ সাজ রব-
চল্লিশ বছর ধরে রিক্সা চালান জমির আলী (৬২)। হরতাল তাই রোববার সকাল বেলায় বেরিয়েছিলেন রিক্সা নিয়ে। এদিক ওদিক তাকাচ্ছেন কৌতুল নিয়ে। জানতে চাইলে চলমান নোয়াখালীর কাছে বলেন- আগো তো নোয়াখালীতে অনেকবার প্রধানমন্ত্রী এসেছেন। এতোদিন রিক্সা চালাই কখনোতো এতো সাজ দেখিনি। এতো বড় বড় ব্যানার (ডিজিটাল সাইন) দেখিনি। শেখের (বঙ্গবন্ধু) মেয়ে আসতেছে তাই জনসভায়ও যাবেন তাঁকে (প্রধানমন্ত্রী) দেখতে।
শুধু জমির আলী নয়, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নোয়াখালী শহরের এমন সাজ সজ্জায় সবাই মুগ্ধ। জনসভার মাঠের চারপাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগ নেতাদের বড় বড় ডিজিটাল সাইন। শহরের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে বিলবোর্ড, দেয়ালের গায়ে, বিদ্যুতের খুঁটিতে, গেইট বানিয়ে প্রধানমন্ত্রীর ছবি বড় বড় ডিজিটাল ব্যানার ঝুলানো হয়েছে। রাস্তার দুই পাশে লাগানো হয়েছে রঙ বেরঙের পতাকা। শুধু নোয়াখালী নয় লক্ষ্মীপুর এবং ফেনীর নেতারাও লাগিয়েছেন ডিজিটাল ব্যানার।
যেসকল উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন-
সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ সূত্রে জানা যায়, নোয়াখালী সফরকালে প্রধানমন্ত্রী পৌনে দুই’শ কোটি টাকা ব্যায়ে ১১টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এসবের মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জের শাহাজাদপুরের সুন্দলপুর গ্যাস ক্ষেত্র। এটি হবে দেশের ২৪ নম্বর গ্যাস ক্ষেত্র। এই প্রকল্পে সরকারের ব্যায় হয় ৬০ কোটি টাকা।
এছাড়া বিকালে জেলা শহরের হাউজিং মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী ২৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত নোয়াখালী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন, নতুন ডাকাতিয়া ও পুরাতন ডকাতিয়া-ছোট ফেনী নদী নিষ্কাশন প্রকল্পের অধীন কোম্পানীগঞ্জের মুছাপুরে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যায়ে ক্লোজার নির্মাণ কাজের উদ্বোধন, ৭ কোটি টাকা ব্যায়ে ৫ বছর মেয়াদী সদর ও সুবর্নচর উপজেলার ৫০ কিলোমিটার সড়কের পারফরমেন্স পল্লী সড়ক রক্ষণাবেক্ষন কার্যক্রমের উদ্বোধন, ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত কবিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন, ৯ কোটি ৮১ লাখ টাকা ব্যায়ে সোনাইমুড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন, ৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, আড়াই কোটি টাকা ব্যায়ে নোয়াখালী পৌরসভা ভবনের ভিত্তি প্রস্তর, ২ কোটি টাকা ব্যায়ে নির্মিত (ভ‚মি ক্রয় ও উন্নয়নসহ) সোনাইমুড়ি ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন, ২ কোটি টাকা ব্যায়ে (ভ‚মি ক্রয় ও উন্নয়নসহ) চাটখিল ফায়ার সার্ভিস ষ্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে নির্মিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করবেন।
নিরাপত্তার চাদরে ঢাকা নোয়াখালী শহর-
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নোয়াখালী শহরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সকল বিশেষ বাহিনীর অবস্থান করছে শহরে। জনসভাস্থল ও শহরের সড়কগুলোতে টহল রয়েছে।
পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী বলেন- এসএসএফ’র সাথে পরামর্শক্রমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। জনসভাস্থলে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। পিজিআর, র‌্যাব, ডিজিএফআই, পুলিশসহ সব বাহিনীর সার্বিক প্রস্তুতি রয়েছে নিরাপত্তায়।
রোববার জনসভাস্থলে গিয়ে দেখা যায় এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী খালেদ চৌধুরীর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনের জন্য ১০টি উন্নয়ন কাজের ফলক বসানো হচ্ছে। মাঠে নিরাপত্তাসহ সার্বিক তদারকি করছেন এসএসএফ, পিজিআর ও একরামুল করিম চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জনসভার মঞ্চ তৈরীর কাজ চলছে দ্রুত গতিতে। বসানো হচ্ছে উন্নত সাউন্ড সিস্টেম।

Need Ads
error: কপি হবে না!