বিশ্বের সবচেয়ে লম্বা বিড়ালটি মারা গেছে। যুক্তরাষ্ট্রের নেভাদায় সমপ্রতি এক সন্ধ্যায় মারা যাওয়া এ বিড়ালটির নাক থেকে লেজের দৈর্ঘ্য ছিল ৪৮ দশমিক পাঁচ ইঞ্চি। ‘স্টিওইয়ি’ নামের এ বিড়ালটি ‘বিশ্বের সবচেয়ে লম্বা বিড়াল’ হিসেবে ২০১০ সালে গিনেজ বুক অব রেকর্ডসে স্থান পেয়েছিল। বিশ্বের লম্বা লেজের বিড়ালের রেকর্ডও ছিল তার। আট বছর বয়সী স্টিওইয়ি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন মালিক মালিক রবিন হ্যান্ড্রিকসন । বাড়ির পাশের একটি প্রাণী চিকিৎসালয়ে তাকে থেরাপি দেয়া হচ্ছিল। হ্যান্ড্রিকসনের স্ত্রী বলেন, স্টিওইয়ি খুব সামাজিক ছিল এবং নতুন মানুষের সঙ্গে মিশতে ভালোবাসতো। অনেকের মন জয় করার আমি তার প্রতি কৃতজ্ঞ।




