ads

রবিবার , ১৭ মার্চ ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৈরি হচ্ছে কাঁচের হার্ডড্রাইভ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৩ ১২:৩৪ অপরাহ্ণ
তৈরি হচ্ছে কাঁচের হার্ডড্রাইভ

9-300x248সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা কাঁচের তৈরি হার্ডড্রাইভে ডেটা সংরক্ষণ করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। ‘সুপারম্যান’ সিনেমায় দেখা গেছে স্বচ্ছ কাঁচের গোলকের মধ্যে তথ্য জমা রাখা যায়। গবেষকদের মতে, কম্পিউটারের ক্ষেত্রে বাস্তবিকই এটি করা সম্ভব। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাউদাম্পটন ইউনিভার্সিটির গবেষকরা কাঁচের ওপর তথ্য জমা রাখার পদ্ধতি উদ্ভাবন করেছেন। লেজার রশ্মি ব্যবহার করে কাঁচের ওপর পরমাণু বিন্যস্ত করার মাধ্যমে নতুন কম্পিউটার মেমোরি তৈরির উপায় তারা বের করে ফেলেছেন।

গবেষকরা দাবি করেছেন, কাঁচের তৈরি এ মেমোরি বর্তমানে ব্যবহৃত কম্পিউটার মেমোরির তুলনায় অনেক বেশি স্থায়ী এবং স্থিতিস্থাপক। এখনকার হার্ডড্রাইভগুলোর জীবনকাল খুবই স্বল্প। মাত্রই ১ বা দুই দশকেই তা তাপমাত্রা বা আদ্রতার কারণে তা নষ্ট হয়ে যায়। কিন্তু কাঁচের তৈরি মেমোরি ১ হাজার ৮০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা সইতে পারে এবং পানিতেও নষ্ট হয় না। ফলে শত বছর পার হলেও তথ্য থেকে যায় এ মেমোরিতে।

Shamol Bangla Ads

গবেষকরা আরো জানিয়েছেন, লেজার রশ্মি ব্যবহার করে কাঁচের অণুতে নতুন করে তথ্য লেখা, মুছে ফেলা বা পুনঃলেখনীর কাজটিও করা যাবে। কাঁচের মধ্যে দিয়ে যেভাবে আলো অতিক্রম করে বা অপ্টিক্যাল ফাইবার যেভাবে কাজ করে সেভাবেই এ হার্ডড্রাইভটি কাজ করবে।

গবেষক মার্টিনাস বেরেসনা জানিয়েছেন, মোবাইল ফোনের স্ক্রিনের সমান এক টুকরো কাঁচে ৫০ গিগাবাইটেরও বেশি তথ্য রাখা সম্ভব। আর এ তথ্য স্থানান্তর যোগ্য মেমোরি হিসেবে যতোখানি নিরাপদ ততোটাই স্থায়ী। আর্কাইভ তৈরি বা অনেক বেশি তথ্যভাণ্ডার গড়তে এ মেমোরি ব্যবহার করা যাবে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘অ্যাপ্লাইড ফিজিক্স লেটার্স’ সাময়িকীতে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লিথুয়ানিয়ার গবেষণা প্রতিষ্ঠান আলটেকনা এই মেমোরি তৈরির প্রকল্প হাতে নিয়েছে।

 

বাংলাদেশ সময় : ১০:১০,  ১৭ মার্চ ২০১৩, সম্পাদনা : সিফাত রহমান (প্রথম নিউজ ডটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!