চোখের ইশারায় চলতে সক্ষম ’গ্যালাক্সি এস ফোর’ স্মার্টফোন বাজারে আনল স্যামসাং। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটির মোড়ক উন্মোচন করা হয়। জানা গেছে, ফোনটির পর্দা পাঁচ ইঞ্চি। ব্যবহারকারীরা এতে চোখের ইশারায় লেখা ওঠা-নামা করানো, ভিডিও চালু বা বন্ধ করা ইত্যাদি সেবা ব্যবহারের সুযোগ পাবেন। আরো আছে ডুয়েল ক্যামেরার সাহায্যে একই সময়ে সামনে ও পেছনে দুটি আলাদা ছবি তোলার সুযোগও। পেছনের দিকের ক্যামেরার রেজ্যুলেশন ১৩ মেগাপিক্সেল এবং সামনেরটির ২ মেগাপিক্সেল। গ্যালাক্সি এস থ্রির চেয়ে এটি হালকা ও পাতলা। এতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এইচডি অ্যামোলেড প্রযুক্তি। ওজন মাত্র ১৩০ গ্রাম।
তবে ফোনটি পেতে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যামসাংয়ের মোবাইল কমিউনিকেশনস বিভাগের প্রধান জে কে শিন জানান, ১৫৫টি দেশের ৩২৭টি টেলিকম অপারেটরের মাধ্যমে কেনা যাবে স্মার্টফোনটি।

সূত্র : বিবিসি
