ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, বার্তা৭১ ডটকমঃ আরো দুটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হচ্ছে ফারমার্স ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। এর প্রথমটির মালিক হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের স্ত্রী সিতারা আলমগীর এবং দ্বিতীয়টির মালিক কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মনিরুজ্জামান।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই দুটি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী জানিয়েছেন।
বর্তমান সরকারের আমলে দেয়া নয়টি ব্যাংকের মধ্যে এর আগে পাঁচটিকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছিল।

ইতিপূর্বে চূড়ান্ত অনুমোদন দেয় ব্যাংকগুলো হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক।
ইউনিয়ন ব্যাংক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের এবং মেঘনা ব্যাংকে আওয়ামী লীগের সংসদ সদস্য আশিকুর রহমানের সম্পৃক্ততা রয়েছে। লক্ষ্মীপুর ফিসারিজের এসএম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা। যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাছত আলী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ।
