ঢাকা, ২৮ জানুয়ারি : বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ১৭ ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদায়ন করা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত ‘সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)’ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসএসবির বৈঠকের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ সভাকক্ষেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সচিব মর্যাদার কর্মকর্তার পদে দায়িত্বে থাকা বিভিন্ন সরকারি সংস্থার প্রধানদের পদোন্নতি দিয়ে সচিব করা হবে।

ভারপ্রাপ্ত সচিব থেকে সচিব পদে পদায়ন করা হয়েছে তারা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়াজউদ্দিন মিয়া, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব মাহফজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম, সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএএন সিদ্দিক, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোশফেকা ইকফাৎ, ভূমি আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী আকতার হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোরশেদ আলম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিকাইল শিপার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু বক্কর সিদ্দিক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজিবুর রহমান। তবে এসব সচিব যে যে স্থানে রয়েছেন সে স্থানে আপাতত থাকবেন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, রেল বিভাগ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে বেশকিছু কর্মকর্তার পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
