ঢাকা, ৩০ জানুয়ারি: রাজধানীর পল্টন ও কলাবাগান থানার দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।বুধবার এই দুটি মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও মহানগর দায়রা জজ জহুরুল হক উপস্থিত না থাকার কারণে আসামিপক্ষ বৃহস্পতিবার জামিন শুনানির জন্য আবেদন করেন।

পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ড. মোঃ আখতারুজ্জামান আবেদন মঞ্জুর করে ৩১ জানুয়ারি বৃহস্পতিবার মামলা দুটির জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট সানাউল্যাহ মিয়া মামলা পরিচালনা করেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি পল্টন থানার মামলা ও ২৪ জানুয়ারি কলাবাগান থানার মামলায় সিএমএম আদালত ফখরুলের জামিনের আবেদন নাকচ করলে মহানগর দায়রা জজ আদালতে ২৭ ও ২৮ জানুয়ারি জামিনের আবেদন দুটি করা হয়েছিল।
