ঢাকা, ৩০ জানুয়ারী: সপ্তাহের চতুর্থ কর্মদিন বুধবারও সূচকের উর্ধ্বমুখি প্রবণতায় ঢাকা স্টক এঙচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে টানা ৭ম দিনের মতো সূচক ও লেনদেনের বাড়তি প্রবণতা অব্যাহত আছে।

নতুন পদ্ধতির সূচক গননা শুরুর তৃতীয় দিনে সকাল ১১-০৫ মিনিটে ডিএসএঙ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪১৮৮ পয়েন্টে অবস্থান করছিল। গত মঙ্গলবার এই সূচক বেড়েছিল ৬৪ পয়েন্ট।
এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে মোট ৬২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। গত দিন লেনদেন হয়েছিল ৩৪১ কোটি টাকার।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫ টির, কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত আছে ১১ টির দাম।
