]মানুষের সঙ্গে প্রযুক্তিপণ্যের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন ঘটছে। প্রযুক্তিপণ্যর সঙ্গে মানুষের মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন ব্যবহারকারীরা। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্লিফোর্ড ন্যাশ এ তথ্য জানিয়েছেন। খবর হাফিংটন পোস্ট-এর।
মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা করছেন ক্লিফোর্ড ন্যাশ। এ নিয়ে তিনটি বই লিখেছেন তিনি। ব্যবহারবান্ধব প্রযুক্তিপণ্য তৈরিতে তিনি মাইক্রোসফট ও গুগলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক প্রসঙ্গে ন্যাশ জানিয়েছেন, মানুষ এখন তার কম্পিউটার ও মোবাইল ফোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। এমনভাবে পণ্যগুলো ব্যবহার করছে যেন তা মানুষের মতো আচরণ করতে পারে।
ন্যাশের ভাষ্য, প্রযুক্তিপণ্যগুলোকে সামাজিক করে তুলছে মানুষ। প্রযুক্তিপণ্যে ব্যক্তিত্বসম্পন্ন বৈশিষ্ট্যের সন্ধান করছেন ব্যবহারকারীরা। মানুষ এখন আবেগতাড়িত হয়ে প্রযুক্তিপণ্য ব্যবহার করছে।
ক্লিফোর্ড ন্যাশ জানিয়েছেন, প্রযুক্তিপণ্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ায় বাস্তব জীবনে মানুষের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ছে। প্রযুক্তিপণ্যের সঙ্গে বেশি সময় কাটানো, প্রযুক্তিপণ্য ব্যবহার করে কথাবার্তা বলায় মানুষের সঙ্গে মানুষের কথোপকথনে প্রভাব পড়ছে। আর এর ফলে ক্ষতি হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের।
ন্যাশের ভাষ্য, প্রযুক্তিপণ্য ব্যবহার করে মাল্টিটাস্কিং বা একাধিক কাজ করার ফলে মানুষের মস্তিষ্কে এর প্রভাব পড়ছে, পরিবর্তন আসছে চিন্তা-চেতনায়।
প্রযুক্তি পণ্যের ব্যবহারে মানুষের ভালো দিকগুলো ঢাকা পড়ে যাচ্ছে বলেই মনে করেন মানুষ ও যন্ত্রের মধ্যকার সম্পর্ক বিশারদ ন্যাশ।
