ads

বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর হাসান শাহরিয়া স্কুলের বনভোজনের বাস ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৫০

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০১৯ ১২:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া হাসান শাহরিয়া স্কুলের বনভোজনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। ৬ মার্চ বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের সাহাপুর নামক স্থানে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-শেরপুর মহাসড়কে রাতভর অচল হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুততম সময়ে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহত প্রায় ২০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া হাসান শাহরিয়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মিলে দুটি বাসের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় বার্ষিক বনভোজন শেষে শ্রীবরদীতে ফিরছিল। পথিমধ্যে বাসটি ফুলপুরের সাহাপুর নামক স্থানে পৌছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, অভিযোগ পেলে হেলপার ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: কপি হবে না!