ads

মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় শ্রমিকলীগ নেতা নিহত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় আব্দুর রহিম বানু (৬০) নামে শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার বিলভরট গ্রামে নিহতের বসত ঘরে ওই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম বানু ওই গ্রামের মৃত মুনছর আলীর ছেলে ও রানীশিমুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি।

Shamol Bangla Ads

নিহতের ছেলে রমজান আলী ও স্বজনরা জানায়, আব্দুর রহিম বানু বাড়ির পাশে বিলভরট মোড়ে একটি ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করে। মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওইসময় তার অবস্থা বেগতিক হলে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আব্দুর রহিমকে। পরে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাণীশিমুল ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক ও ইউপি সদস্য মোত্তাকিন মিয়া জানান, নিহত আব্দুর রহিম বানু সাবেক শ্রমিকলীগ নেতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের ছেলে ও স্বজনরা থানায় আসছে। তাদের কাছ থেকে ঘটনার শুনে আইগত ব্যবস্থা নিবো।

error: কপি হবে না!