ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-২ আসনের নকলা উপজেলায় বানেশ্বর্দীর শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন নৌকার প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।তিনি ৩০ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন।
ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল না মানার কোন কারণ নেই। যারা ফলাফল মানবে না, তারা গণতন্ত্রকে অস্বীকার করে। এদিকে শেরপুর-১ (সদর) আসনে তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক সকাল সোয়া ৮টায় ভোট প্রদান করেন। একই আসনে সকাল সাড়ে ৮টায় দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী শেরপুর-১ (সদর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা শহরের শিংপাড়াস্থ দিশা স্কুল এন্ড প্রিপাটরী ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী তার গ্রামের বাড়ি নকলা উপজেলার চরবসন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন শ্রীবরদী উপজেলার হালগড়াস্থ রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং একই কেন্দ্রে বিএনপি প্রার্থী তার ভাতিজা মাহমুদুল হক রুবেল ভোট দেন।

error: কপি হবে না!