ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৯ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনার ঘড়ি বসানোর জায়গা নির্ধারণ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৯ ১১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা শুরুর উদ্দেশ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও কাউন্ট ডাউন ক্লক স্থাপন করা হবে। এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের তুলসীমালা ট্রেনিং সেন্টারে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সভায় ক্ষণ গণনার ঘড়ি স্থাপনে উপযোগী ও নিরাপদ জায়গা নির্ধারণে উপস্থিত সকলের মতামত চাওয়া হয়। মতামত অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট, থানামোড়, ডিসি গেইট ও খোয়ারপাড় এলাকার নাম প্রস্তাব করা হয়। পরে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে নিউমার্কেট এলাকায় ঘড়িটি বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সম্ভাব্য জায়গাগুলো পরিদর্শন শেষে চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, নালিতাবাড়ী পৌর মেয়র আব্ু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর রশিদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে দেশব্যাপী মুজিব বর্ষ উদযাপনের ক্ষণ গণনা শুরু হবে।

error: কপি হবে না!