ads

সোমবার , ১৫ এপ্রিল ২০১৯ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও দুর্নীতিরোধে শিক্ষার্থীদের শপথ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৫, ২০১৯ ২:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতিরোধে শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে। ১৩ এপ্রিল শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে তারা ওই শপথ নেয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহযোগিতায় শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে ওই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে এ শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান তপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। মধ্য বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রহিম বাদল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদ বাদশা প্রমুখ।
পরে বিদ্যালয়ের একটি কক্ষে দুর্নীতি দমন কমিশনের ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। সততা স্টোর উদ্বোধন উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ওই বিদ্যালয়ে পরিবেশ উৎসব মুখর হয়ে উঠে। এদিকে সততা স্টোর উদ্বোধনের পর প্রধান অতিথি ও বিদ্যালয়ে প্রধান শিক্ষক চকলেট কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। পরে সততা স্টোর থেকে শিক্ষার্থীরা দলবেধে একে একে সততা স্টোরে প্রবেশ করে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনে খাতায় তা লিপিবদ্ধ করে নিজেরই বাক্সে টাকা ফেলে পণ্যের গায়ে লেখা মূল্য পরিশোধ করে। ওইসময় বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

error: কপি হবে না!