ads

শনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৮:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) খাওয়ানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি শনিবার সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা সদর হাসপাতালে শিশুদের ক্যাপসুল খাওয়ানো মধ্যে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, কোন শিশুই যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে স্বাস্থ্য বিভাগকে সর্তক থাকতে হবে।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান, পরিবার পরিকল্পনা (উপ-পরিচালক) ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, শিশু বিশেষজ্ঞ ডাঃ আসাদুজ্জামান, এমওসিএস ডাঃ মোবারক হোসেন প্রমুখ।
এ বছর শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২১ হাজার ৮৫০ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৭ হাজার ৯৫১ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলায় এবার ১৩৪৯টি কেন্দ্রে ২৬৯৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে।

error: কপি হবে না!