ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ কামালের জন্মদিনে শেরপুরে ১০ অসচ্ছল ক্রীড়াবিদকে অনুদান দিলেন জেলা প্রশাসক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৫, ২০২০ ৮:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকীতে শেরপুরে ১০ অসচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ৫ আগস্ট বুধবার জেলা প্রশাসক আনার কলি মাহবুব নিজ উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনুদান প্রদান করেন। ওইসময় তিনি বলেন, এ প্রজন্মের অনেকেই হয়তো শেখ কামাল সম্পর্কে জানেন না। তিঁনি ছিলেন আধুনিক চিন্তা-চেতনার একজন অগ্রগামী মানুষ। তিঁনি মুক্তিযোদ্ধা ছিলেন। জীবনবাজি রেখে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নেতৃৃত্ব দিয়েছেন। তাঁরই চিন্তার ফসল তারুণ্যেও আবাহন ‘আবাহনী ক্লাব’। তাঁর স্ত্রী সুলতানা কামালও দেশবরেণ্য ক্রীড়াবিদ ছিলেন। তিঁনি বেঁচে থাকলে দেশ আজ অন্য উচ্চতায় আসীন হতো। তাই শেখ কামালের জন্মদিনে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াবিদদের জন্য ক্ষুদ্র এ আয়োজন।

Shamol Bangla Ads

ওই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। এদিন ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স ও দাবা ডিসিপ্লিনের জেলার ১০ অসচ্ছল ক্রীড়াবিদের প্রত্যেককে ৫ হাজার টাকা কওে আর্থিক অনুদান প্রদান করা হয়।

error: কপি হবে না!