ads

সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনে এলো মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড। ২৬ নভেম্বর সোমবার থেকে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। ফার্ণেস ওয়েল ভিত্তিক ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্রটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলায় অবস্থিত।

Shamol Bangla Ads

কোম্পানি সচিব ইয়াসিন আহম্মেদ জনান, বিদ্যুৎ কেন্দ্রটিতে বিশ্বের নামকরা ইঞ্জিন উৎপাদনকারী প্রতিষ্ঠান নরওয়ের রোলস রয়েসের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদনের তারিখ হতে কোম্পানিটির চুক্তি অনুযায়ী ১৫ বছর পিডিবিকে বিদ্যুৎ সরবরাহ করবে। অত্যাধুনিক কেন্দ্রটি থেকে প্রথম দিন ১৫৫.৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

উল্লেখ্য, এ বিদ্যুৎ কেন্দ্রটি সরকারের নেয়া ফাস্ট ট্র্যাক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। যথাসময়ে কেন্দ্রটি উৎপাদনে আসায় স্বাগত জানিয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এ কেন্দ্রটি উৎপাদনে আসায় এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আর বিদ্যুৎ সঙ্কট থাকবে না।

error: কপি হবে না!