ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০১৫ ৬:১০ অপরাহ্ণ

Jhinaigati Picঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা’র আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাঈম, সাধারন সম্পাদক আমিরুজ্জামান লেবু, ওসি মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা রেজুয়ানুল হক ভূইয়া, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক একএম ছামেদুল হক, আ’লীগ নেতা হারুন-উর-রশিদ, যুব লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকীম, ছাত্র নেতা শাহরিয়ার খান শাওন প্রমূখ। এর আগে এক বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ দিনব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, মিলাদ-মাহফিল, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা ও শোকর‌্যালী। বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, যুব লীগের সাধারন সম্পাদক এমএ হাকীম, যুবলীগ নেতা হারুন-উর-রশিদ প্রমূখ। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডে অনুরুপ কর্মসূচী পালিত হয়।

error: কপি হবে না!