বিজয় মানে
সোমা মুৎসুদ্দী

…………………………………………
বিজয় মানে রক্তে লেখা
ষোলই ডিসেম্বর
বিজয় মানে স্বপ্নে ঘেরা
বীর বাঙালির ঘর
বিজয় মানে গোলাভরা ধান
রাখাল ছেলের বাঁশি
বিজয় মানে বীর বাঙালি
খোকা খুকুর হাসি
বিজয় মানে শেখ মুজিবুর
মিছিল মিটিং সংগ্রাম
বিজয় মানে মনের খামে
বাংলাদেশের নাম
বিজয় মানে আমার পিতার
স্বপ্নে বোনা ধান
বিজয় মানে কষ্টে পাওয়া
ঐ খোলা আসমান