‘সাকিবের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করা হবে’
শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটাঙ্গণে সবচেয়ে বড় উদ্বেগ এখন সাকিব আল হাসানকে ঘিরে। বিশ্বসেরা অল-রাউন্ডার গতরাতেই আঙুলের চিকিৎসা করাতে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন। তার আগে বিমানবন্দরে দিয়ে গেছেন খারাপ খবর। তার আঙুল আর কখনই স্বাভাবিক হবে না! তবে ক্রিকেটটা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন ডাক্তাররা- এমন আশ্বাস মিলেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, সাকিবের জন্য সেরা চিকিৎসা নিশ্চিত করা হবে।
৬ অক্টোবর শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপাকালে সাবেক এই অধিনায়ক বলেন, ‘আলাপ আলোচনা করেই এশিয়া কাপে খেলেছিল ও। কিন্তু পরে সত্যি ওর হাত দেখে আমরাই ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহর রহমতে সিরিয়াস কিছু হয়নি। যেটা হবে ফিজিওর সাথে আমরা কথা বলব যে আগের অবস্থায় কেন গিয়েছিল। সেটা হয়তো আগেই চাইলে সে স্পষ্ট করে দিতে পারত। ইনজুরি খেলারই একটা অংশ, এটাতে আসলে কিছু করার থাকে না। সবচেয়ে সেরা যে চিকিৎসা, সেটা আমরা করার চেষ্টা করব।’
তবে সাকিবের আঙুলের এই খারাপ অবস্থা হওয়ার পেছনে অন্যতম দায়ী ফিজিও থিহান চন্দ্রমোহন ছাড় পাচ্ছেন না। তার সবুজ সংকেত নিয়েই এশিয়া কাপে খেলতে গিয়েছিলেন সাকিব। ফিজিও হয়েও সাকিবের বিপদ কেন অনুমান করতে পারেননি চন্দ্রমোহন, সেটাই এখন ক্রিকেটাঙ্গণের বড় প্রশ্ন। আকরাম খানও বলেন, ‘আগেও বলেছি, এখনও বলছি। সাকিব যখন দেশে আসবে, তখন ওকে নিয়ে ফিজিওর সাথে বসব। তখনই বলা যাবে ঘটনাটা কি হয়েছিল।’