শ্যামলবাংলা ডেস্ক : সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির ‘সমাজকর্মী (ইউনিয়ন)’ পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি পরীক্ষার প্রস্তুতি ও নির্দেশনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ৬৪টি জেলা সদরে একই তারিখ ও সময়ে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষা হবে ৭০ নম্বরের, পরীক্ষার নির্ধারিত সময় ৯০ মিনিট। সর্বমোট ছয় লাখ ৬২ হাজার ২৭০ জন প্রার্থী এ পদের পরীক্ষার জন্য আবেদন করেছেন। তবে বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের রোল নম্বর পরবর্তী সময়ে চিঠির মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত এই লিংকে : www.dss.gov.bd/site/view/notices