শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরমান মিয়া নামে এক যুবক নিহত এবং শান্ত মিয়া নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। ২২ মে শুক্রবার দুপুরে উপজেলার শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের ঠাকুরবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আরমান স্থানীয় তাতিহাটি এলাকার এছাহাক আলীর ছেলে।
শ্রীবরদী পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক কাজ শেষে ভায়াডাঙ্গা বাজার থেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায় আরমান মিয়া। তার সহযাত্রী শান্ত মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে রেফার করেন।