শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে প্রশাসনের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালিত করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ইটভাটার মালিককে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান জিসানের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। ওইসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পরিদর্শক নয়ন কুমার রায়সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর গ্রামে প্রশাসনের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের কোনরকম ছাড়পত্র ছাড়াই মনিরা ইটভাটা নামে একটি ভাটা অবৈধভাবে ইট উৎপাদন করে আসছিল। খবর পেয়ে ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ওইসময় ইট ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮ এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে মনিরা ইটভাটার মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়।