শ্যামলবাংলা ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭০ তম জন্মবার্ষিকী। শ্রদ্ধা জানানো থেকে শুরু করে স্মৃতিচারণ, স্মারক গ্রন্থ উন্মোচন আর দোয়া মাহফিল সবই হয়েছে ওইদিন। সাবেক খেলোয়াড়, সতীর্থ, সংগঠকদের কন্ঠে শেখ কামালের অভিনবত্বের প্রশংসা ঝড়েছে।
১৯৭২ স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে একঝাঁক তরুণ মিলে গড়ে তোলেন আবাহনী ক্রীড়া চক্র। তার পুরোধা শেখ কামাল। খেলাধুলায় আধুনিকতার ছোঁয়া দেয়াই ছিলো ক্লাব আর তার প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্য। ৪৭ বছরে বাংলাদেশ এগিয়েছে, দেশের ক্রীড়াঙ্গনও। আবাহনী হয়ে উঠেছে মহীরুহ। এখানেই সফল শেখ কামাল।
তাই তার ৭০তম জন্মদিন উদযাপনে অগ্রপথিক আকাশী-নীলরা। জন্মদিনের প্রথম প্রহরে ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাব পরিচালকরা। সকালে আবাহনী ক্লাব ঘুরে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা।
বিকেলে মন্ত্রী আর রাজনৈতিক নেতৃবৃন্দের মেলা বসেছিলো আবাহনীতে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস, ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনর রশিদ স্মৃতিচারণ করেন প্রয়াত শেখ কামালের।
শেখ কামালের জন্ম আর মৃত্যুদিন এলেই সামনে আসে তার নামে তৈরি হওয়ার অপেক্ষায় থাকা ক্রীড়া কমপ্লেক্স। গত দুই দশক ধরে প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ এই কমপ্লেক্সের কাজ ঈদের পর শুরু হবে, জানিয়েছেন ক্লাব কর্তারা।