স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ দফায় অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভায় আসন্ন নির্বাচনে কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বা নৌকার টিকেট- এ নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় দলীয় নেতা-কর্মী ও সচেতন মহলসহ অনেকেই।

দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে ১৩ জানুয়ারি বুধবার বিকেল থেকেই দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানী ঢাকায় গণভবনে চলছে স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা। রাত সাড়ে ৮টা পর্যন্ত সভার সিদ্ধান্ত জানা না গেলেও শেরপুর পৌরসভায় দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে উৎসুক হাজারও মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ নিয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বর্তমান মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও আনিসুর রহমানকে নিয়েই চলছে ব্যাপক গুঞ্জন। তবে ওই দু’জনের পরস্পরবিরোধী বিতর্কের ফাঁক গলে চমক হিসেবে এডভোকেট রফিকুল ইসলাম আধারের ভাগ্যেও জুটে যেতে পারে সেই মনোনয়ন। তবে ঘোষণা না হওয়া পর্যন্ত সবকিছুতেই রয়েছে ধোয়াশা।