শেরপুর জেলা আইনজীবী সমিতির ষান্মাষিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা আইনজীবী সমিতির ষান্মাষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে সমিতির ২নং বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই ষান্মাসিক সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। সাধারণ সভায় ষান্মাষিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর এডভোকেট ফরহাদ আলী।
এরপর মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদের খান, এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান। মুক্ত আলোচনায় সমিতির সিনিয়র সদস্য ও সাবেক কর্মকর্তারা বার-বেঞ্চের মধ্যে সমন্বয় সাধনসহ কলুষমুক্ত বিচারাঙ্গণ প্রতিষ্ঠা ও দীর্ঘদিনের প্রতীক্ষিত সিজেএম আদালত ভবন নির্মাণে বর্তমান নির্বাহী পরিষদের সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তারা চলমান কার্যক্রম পরিচালনায় তাদের সর্বাত্মক সহযোগিতা দানের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির নির্বাহী সদস্য এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।