স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। ২২ মে শুক্রবার বিকেলে জেলা পরিষদ ও হুমায়ুন কবীর রুমানের নিজস্ব অর্থায়নে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ৫ উপজেলার ৫২টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে ওইসব ঈদসামগ্রী ট্রাকযোগে প্রেরণ করেন তিনি। ঈদসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, গুড়া দুধ, সয়াবিন তেল ও সাবান। ওইসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই তাদের মাঝে ঈদ সামগী বিতরণ করা হচ্ছে। এর আগেও কয়েক দফায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদসামগ্রী বিতরণকালে জেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য নুর-ই-আলম চঞ্চল, যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালহা, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, যুবলীগ নেতা আব্দুল খালেক, আব্দুল বাতেন, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ পাপ্পুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।