স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ডিবি পুলিশ পরিচয়দানকারী প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৮ নভেম্বর সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে শহরের সজবরখিলা মহল্লা ও শেখহাটি মহল্লা থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর সরকারপাড়া গ্রামের নান্ডা সেকের ছেলে নজরুল ইসলাম (৩২) ও তার সহযোগী নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানী গ্রামের মৃত করিম পাগলার ছেলে আব্দুল কাইয়ুম (৪০)।
জানা যায়, নজরুল ইসলাম রাজধানী ঢাকায় বসুন্ধরা গ্রুপে সিকিউরিটির কাজ করতো। পরে চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি চলে আসার পর থেকে নজরুল নালিতাবাড়ী উপজেলার গাগলাজানী গ্রামের আব্দুল কাইয়ুম ও তার খালাতো বোন নুরুন্নাহারের সাথে মিলে ভূয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামের এক গৃহবধূকে বাসাবাড়ির বিভিন্ন সামগ্রী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ডিবির এসআই তাহেরুল ইসলাম ও এসআই জুবায়ের খালিদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে শহরের সজবরখিলা মহল্লা থেকে ডিবি পুলিশের দারোগা পরিচয়দানকারী প্রতারক নজরুলকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার তার সহযোগী আব্দুল কাইয়ুমকে শহরের শেখহাটি মহল্লা থেকে গ্রেফতার করা হয়। এর আগে প্রতারক চক্রের অপর সদস্য কাইয়ুমের খালাতো বোন নূরুন্নাহারকে ১৭ নভেম্বর গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে শেরপুরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ওই ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ২ ব্যক্তি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য।