স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটি ও ডেমোক্রেসিওয়াচ ওয়াচের আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচ প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রকল্পের সহায়তায় ওই গণশুনানী অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জুলফিকার হোসাইন রনির সভাপতিত্বে গণশুনানীতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পিপিজে প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ শহিদুর রহমান শামীম।
গণশুনানীতে অসহায় ও অস্বচ্ছল বিচারপ্রার্থীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাদের আইনগত পরামর্শ দেন।