স্টাফ রিপোর্টার ॥ ‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সঞ্চয় সপ্তাহ-২০২০ শুরু হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা সঞ্চয় ব্যুরোর উদ্যোগে ওই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ। ওইসময় তিনি বলেন, আজকের সঞ্চয় আগামি দিনের ভবিষ্যত। তাই সঞ্চয়ের কোন বিকল্প নেই। সঞ্চয়ের মাধ্যমে একটি পরিবার ও জাতি সমৃদ্ধি লাভ করতে পারে। বৃদ্ধ বয়সে বা পরিবারের যে কোন দুর্দিনে সঞ্চয় নিরাপত্তা হিসেবে পাশে দাঁড়াবে। তাই পরিকল্পিতভাবে সঞ্চয় করতে এবং সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান তিনি।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক প্রশান্ত চন্দ্র সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক প্রশান্ত চন্দ্র সরকার বলেন, সপ্তাহ চলাকালে সঞ্চয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় প্রচারণা চালানো হবে। আগামি শুক্রবার ওই সপ্তাহ শেষ হবে।