স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুরে শিশুদের হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ উদ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত ওইসব প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ। ওইময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষার্থী প্রত্যেক বিভাগে পৃথক দু’টি গ্রুপে অংশ নেয়। পরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।