স্টাফ রিপোর্টার ॥ সূলভ মূল্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের সমাহার নিয়ে শেরপুর শহরের নারায়ণপুর জেলা সদর হাসপাতাল রোডে মেজবান রেঁস্তোরার উদ্বোধন করা হয়েছে। ২০ নভেম্বর বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে ওই রেঁস্তোরা উদ্বোধন করেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
মেজবান রেঁস্তোরার স্বত্বাধিকারী ফজলুল হক লাভলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট মোখলেছুর রহমান জীবন, ছামিউল ইসলাম আতাহার, খন্দকার মাহবুবুল আলম রকীব, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আওয়াল চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, ছাত্র-বিষয়ক সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রুমি, শহর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব আব্দুল লতিফ, থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, বিএনপি নেতা আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রেঁস্তোরার স্বত্বাধিকারী ফজলুল হক লাভলু জানান, মেজবান রেঁস্তোরাতে ঘরোয়া পরিবেশে সূলভ মূল্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী গরুর ভুনা, গরুর ঝোড়া, ভুড়ি, কলিজা ভুনা, ব্যাম্বো চিকেন, মহিষের মাংস, বিভিন্ন ধরনের শাক-সবজি ও ভর্তাসহ বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার পরিবেশন করা হবে। রেঁস্তোরায় দুপুর ও রাতের খাবারের হোম ডেলিভারীর ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।