স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি নিজস্ব অর্থায়নে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন। ২ জুলাই বৃহস্পতিবার শহরের নয়আনী বাজার মহল্লায় হাট-বাজারে আগত মাস্কবিহীন মানুষের মাঝে তিনি ওইসব মাস্ক বিতরণ করেন। ওইসময় তিনি সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব রেখে যার যার কাজ করার আহ্বান জানিয়ে সচেতন করেন তিনি।

এ ব্যাপারে কাজী মতিউর রহমান মতি জানান, সম্প্রতি করোনা সংকটময় সময়ে শহরের বিভিন্ন হাট-বাজারে আগত সাধারণ মানুষকে মাস্কবিহীন চলাফেরা করার কারণে বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে ওই মাস্ক বিতরণ করার সিদ্ধান্ত নেন। গত ৩ দিন ধরে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তার মোড়ে দাড়িয়ে তিনি নিজ হাতে প্রায় ১ হাজার সাধারণ মানুষের মাঝে ওইসব মাস্ক বিতরণ করেছেন এবং আগামীতেও ওই কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।