স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাজার নিয়ন্ত্রণ, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও জনসমাগম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, জেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট তৈরি ও মূল্য বৃদ্ধি রোধ করার জন্য জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন বাজারে অভিযান চালান। ওইসব অভিযানে ভোক্তার অধিকার ক্ষুণ্ন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭টি মামলায় মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসাথে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।

অন্যদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে সামাজিক দুরত্ব বজায় রাখতে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ না মানায় শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী একজন প্রবাসীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ হতে সকল গরুর হাট বন্ধের নির্দেশ অমান্য করে নালিতাবাড়ী উপজেলায় গরুর হাট বসানোয় দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইসময় গরুর হাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।