স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে কারিগরি শিক্ষার গুণগতমান ও সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৩ শতাধিক টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ জানুয়ারি রবিবার দুপুরে শহরে আনন্দ শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, কারিগরি শিক্ষার গুনগতমান ও সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পটি গত ২১ জানুয়ারি একনেকে অনুমোদন করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাখ টাকা। কারিগরি শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প একটি অনন্য মাইলফলক। এর পরিপ্রেক্ষিতে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্মারকলিপিটি গ্রহণ করে অনতিবিলম্বে তা প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেন। স্মারকলিপি গ্রহণকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওইসব কর্মসূচিতে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, শেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হাসেমসহ ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।