স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৩ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ ৫ জন জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পরিমাণে আর্থিক সহায়তা পেয়েছেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তার কার্যালয়ে হতদরিদ্র শিক্ষার্থী, দুঃস্থ রোগী ও একজন সাবেক কৃতি ফুটবলারকে ওই সহায়তা তুলে দেন।
সহায়তাপ্রাপ্তরা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া পৌর শহরের পূর্বশেরী এলাকার ফুরকান আলীর মেয়ে ফারিয়া নিপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সদর উপজেলার ডোবারচর গ্রামের সমশের আলীর ছেলে নুর মোহাম্মদ ও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে হারুনুর রশীদ এবং চিকিৎসা সহায়তা বাবদ শহরের সজবরখিলা এলাকার মৃত নারায়ণ চন্দ্র সরকারের স্ত্রী শিলা দাস ও শহরের গৌরীপুর মহল্লার সাবেক ফুটবলার রনজিত সরকার।
সহায়তা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, এনডিসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।