স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে দুঃস্থ জনগণের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই রবিবার দুপুরে নতুন বাসটার্মিনাল সংলগ্ন আইডিইবি মাঠ চত্ত্বরে সুবিধাভোগীদের মাঝে ওই টিউবওয়েল বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
এ উপলক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারেচর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সদস্য ছানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, কৃষকলীগ নেতা আল হেলাল সরকার, যুব রেড ক্রিসেন্টের প্রধান ইউসুফ আলী রবিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার রৌহা-বেতমারী ঘুঘুরাকান্দি ও চরপক্ষীমারী ইউনিয়নের ৯৬টি দুঃস্থ পরিবারের মাঝে ৯৬টি টিউবওয়েল বিতরণ করা হয়।