স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থ সহায়তায় শহরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আটা ও সাবান বিতরণ করা হয়।

ওইসব ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদি হাসান সাকিব, আশিক মাহমুদ, রাতুল হাসান সোহান, শায়ক হোসেন নয়ন, নাফিউর রহমান নাফিস, প্রান্ত সরকার, তানজিল ইসলাম, শাফিন ইসলাম, ফয়সাল রহমান প্রমুখ। এ সংগঠনের পক্ষ থেকে এর আগেও পহেলা বৈশাখসহ করোনা পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কয়েক দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্য মেহেদি হাসান সাকিব বলেন, কৃষ্ণচূড়া ফাউন্ডেশন একটি সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন । স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে এ সংগঠন গড়ে উঠেছে। মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সংগঠনের সদস্য হিসেবে গর্বিত ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান মিল্লাত জানান, কৃষ্ণচূড়া ফাউন্ডেশন একটি সম্পুর্ন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমরা পূর্বেও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের অসহায়,হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। সংগঠনের প্রত্যেকটি কর্মীই খুবই আগ্রহী,মেধাবী ও দেশপ্রেমিক তাই এই কঠিন সময়েও আমাদের কার্যক্রম থেমে নেই।