স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। ১৩ জুলাই শনিবার সকালে ওই ফলক উন্মোচন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন খোকার সভাপতিত্বে বিদ্যালয় অঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, জমশেদ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজাসহ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের আওতায় ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের ওই একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।