স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবি ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন ও গ্রাহক মতবিরিময় অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের নয়আনী বাজার এলাকায় আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এবি ব্যাংক’র ঢাকাস্থ প্রধান শাখার কর্মকর্তা একেএম মজিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, তরুণ শিল্পপতি সাদুজ্জামান সাদী ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন এবি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফিরোজ চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।