স্টাফ রিপোর্টার : শেরপুরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন। আর মারা গেছেন ৩ জন। ১ জুলাই বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার শেরপুর জেলার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১০১ জন, নকলায় ৪৭ জন, নালিতাবাড়ীতে ৫৩ জন, ঝিনাইগাতীতে ২৫ জন ও শ্রীবরদী উপজেলায় ২১ জন আছেন। তাদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী আর ২৫ জন পুলিশ সদস্য আছেন।