স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক, শেরপুর ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান (৭১) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ নভেম্বর রবিবার দুপুরে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নকলায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে রেখে গেছেন।

সজ্জন, বন্ধুবৎসল, পরোপকারী এই মানুষটি শেরপুরে ‘মনিরুজ্জামান স্যার’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিঁনি ছিলেন শেরপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা লুৎফুন্নাহার-এর স্বামী। রাত ১০ ঘটিকায় নিজ এলাকা শহরের নওহাটা মহল্লার তারেক রাইস মিলে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তার মৃত্যুতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, শেরপুর ডয়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, শেরপুর চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সভাপতি সুশীল মালাকার, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।