স্টাফ রিপোর্টার ॥ রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮১’র এসিস্ট্যান্ট গভর্নর (জামালপুর-শেরপুর অঞ্চল) নিবাচিত হয়েছেন শেরপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব ডাঃ মোঃ সুরুজ্জামান। সম্প্রতি রোটারী ডিস্ট্রিক্টের এক অধিবেশনে তা চূড়ান্ত করা হয়। এদিকে শেরপুর রোটারী ক্লাবের (২০২০-২১) সালের কার্যনির্বাহী পরিষদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোটারিয়ান বিনয় কুমার সাহা। আর সেক্রেটারী নির্বাচিত হয়েছেন তরুণ শিল্পপতি রোটারিয়ান সাদুজ্জামান সাদী। কমিটির অন্যান্য কর্মকর্তার মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ দুলাল মিয়া, আলহাজ্ব মোঃ হায়দার আলী ও আনিসুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শামসুন্নাহার কামাল, এক্সিকিউটিভ সেক্রেটারী রোটারিয়ান নাজমুল আলম, ট্রেজারার ডাঃ রতন চন্দ্র দাস, ক্লাব ট্রেইনার মাহবুবুর রহমান সুজা, ডিরেক্টর পাস্ট প্রেসিডেন্ট ডাঃ এটিএম মামুন জোশ, পাস্ট প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, পাস্ট প্রেসিডেন্ট ফাতেমা বেগম নাসরিন, পাস্ট প্রেসিডেন্ট আনোয়ারুল হাসান উৎপল, সার্জেন্ট এট আর্মস পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, পাস্ট প্রেসিডেন্ট মনির উদ্দিন আহমেদ ও এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, বুলেটিন এডিটর পাস্ট প্রেসিডেন্ট শাহী উম্মুল বানীন, স্ট্যান্ডিং কমিটি চেয়ার পাস্ট প্রেসিডেন্ট লুৎফর রহমান মোহন, পাস্ট প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পাস্ট প্রেসিডেন্ট নারায়ন চন্দ্র সাহা, পাস্ট প্রেসিডেন্ট শরণ রায়, পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল।

এদিকে রোটারী বর্ষ (২০২০-২১) এর প্রথম দিনে শেরপুর রোটারী ক্লাবের উদ্যোগে শহরের তেরাবাজার জামে মসজিদে এক দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত শেরপুর রোটারী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় রোটারিয়ান ডাঃ আবু তাহেরকে প্রস্তাবিত প্রেসিডেন্ট ও রোটারিয়ান সাদুজ্জামান সাদীকে সেক্রেটারী মনোনীত করা হয়। কিন্তু ডাঃ মোঃ আবু তাহের বদলিজনিত কারণে ক্লাবের সাথে যোগাযোগ না থাকায় সম্প্রতি ক্লাবের এক সভায় তার স্থলে বিনয় কুমার সাহাকে চূড়ান্ত করা হয়।