ময়মনসিংহ প্রতিনিধি ॥ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি’র পায়ে অপারেশন হবে আগামীকাল১৮ ফেব্রুয়ারি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাট্রোলজির এন্ড রিহ্যাফলিটে (পঙ্গু হাসপাতালের) মেডিকেল টীমের সিদ্ধান্ত মোতাবেক ওই অপারেশন করা হবে। এর আগে ১৬ ফেব্রুয়ারি আগারগাও ন্যাশনাল ইনসিটটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে মাথায় সিটিস্ক্যাণসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। মাথায় বড় ধরনের কোনো সমস্যা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়াও খোন্দকার মেস্তোফিজুর রহমানের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তার আশু রোগমুক্তির জন্য কমিশনারের পরিবার কমিশনারের অফিস কর্তৃপক্ষ সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি’র রোগমুক্তি কামনা করে ময়মনসিংহ পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়্রাও বিভাগের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ১৫ ফেব্রুয়ারি সকালে গাজীপুর রাজেন্দ্রপুর মোড়ের কাছে ইউলোপে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। ময়মনসিংহের প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানসহ তার সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।